মঙ্গলবার, ৩১ মে, ২০১১

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি (ছোটদের জন্য ) - ২য় পর্ব

Present Continuous Tense 

ক্রিয়া শেষে তেছি তেছ
যদি লেখা থাকে,

Present Continuous Tense
জানবে তুমি তাকে ।
আমি থাকলে am হয়
are  হয় তুমি থাকলে
আর বেশি জনে ।
ক্রিয়া শেষে ing
যোগ করতে হয়,
পড়াশুনা করলে তবে
জানবে সব নিশ্চয় ।


Past Continuous Tense

তুমি তখন যাইতেছিলে
আসতে ছিলাম আমি,
Past Continuous Tense
জানবে এমন শুনি ।
were  হবে তুমি থাকলে
আর বেশি জনে,
আমি থাকলে was  হবে
আর একজনে ।
ক্রিয়ার শেষে ing 
ভুলো নাকো ভাই
অনেক কথার মাঝে আমি
এটা বলি তাই । 


Future Continuous Tense

ভবিষ্যতে কোন কাজ
চলতেই থাকবে,
Future Continuous Tense
তাকেই বলবে ।
shall be, will be
হবেই বসাতে,
ক্রিয়া শেষে ing
যোগ করবে তাতে ।



সংগৃহীত