মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ক্রিকেটার আশরাফুল ও শিল্পী মমতাজকে দেশের সবাই চিনে কিন্তু বুয়েটের ভিসি স্যারকে কয়জনে চিনে ???

মো: আশরাফূল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক নাম । বিশ্ব ক্রিকেটেও স্মরনীয় হয়ে থাকবে তার সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরী করার জন্য । যদিও বর্তমানে তার আগের সেই ফর্ম নাই তারপরও তার অবদান অস্বীকার করা যাবেনা । বাংলাদেশের যতজন লোক ক্রিকেট খেলা দেখে বা জানে তাদের প্রত্যেকে অবশ্যই আশরাফূলকে চিনে । চিনে তার ক্রিকেট খেলায় পারদর্শিতার কারণে । কিন্তু সে এখনও এইচ.এস.সি পাশ করতে পারেনি ।

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

আল - কুরআনে বিজ্ঞান (২য় পর্ব)

" তিনিই তোমাদেরকে দেখান বিজলী যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং তিনিই সৃষ্টি করেন ভারী মেঘ ;"
( সূরা : আর্ রা'দ, আয়াত : ১২ )

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

আল - কুরআনে বিজ্ঞান (১ম পর্ব)

(কিন্তু এত বড় একটি নিদর্শন থাকা সত্ত্বেও) অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল, (এমন কঠিন) যেন তা (শক্ত) পাথর, (বরং মাঝে মাঝে মনে হয়) পাথরের চেয়েও (বুঝি তা) বেশি কঠিন ; (কেননা) কিছু পাথর এমন আছে যা থেকে (মাঝে মাঝে) ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোন কোন সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বের হয়ে আসে, (অবশ্য) এর মধ্য থেকে (এমন কিছু পাথর আছে ) যা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে ভুপতিত হয়; আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেও গাফেল নন ।
(সূরা : বাক্বারা, আয়াত : ৭৪)