রবিবার, ৬ নভেম্বর, ২০১১

আল - কুরআনে বিজ্ঞান (১ম পর্ব)

(কিন্তু এত বড় একটি নিদর্শন থাকা সত্ত্বেও) অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল, (এমন কঠিন) যেন তা (শক্ত) পাথর, (বরং মাঝে মাঝে মনে হয়) পাথরের চেয়েও (বুঝি তা) বেশি কঠিন ; (কেননা) কিছু পাথর এমন আছে যা থেকে (মাঝে মাঝে) ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোন কোন সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বের হয়ে আসে, (অবশ্য) এর মধ্য থেকে (এমন কিছু পাথর আছে ) যা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে ভুপতিত হয়; আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেও গাফেল নন ।
(সূরা : বাক্বারা, আয়াত : ৭৪)


এই আয়াতে আল্লাহ তিন প্রকার শিলার কথা উল্লেখ করেছেন :
  • এক প্রকারের মধ্য থেকে পানির ধারা প্রবাহিত হয়
  • আর এক প্রকার শিলার মধ্য থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং
  • তৃতীয় প্রকার শিলা ভূত্বকের নীচে প্রোথিত থাকে ।


শিলা : ভূত্বক যেসকল উপাদান দ্বারা গঠিত তার সাধারণ নাম শিলা ।


উৎপত্তির উপর ভিত্তি করে শিলাসমূহকে প্রধান তিনটি শ্রেণীতে ভাগ করা যায় :
  •  আগ্নেয় শিলা : গ্রানাইট, ব্যাসল্ট, ডোলোরাইট ইত্যাদি ।
  •  পাললিক শিলা : বেলেপাথর, চুনাপাথর, কয়লা, সৈন্ধব লবণ ইত্যাদি ।
  •  রূপান্তরিত শিলা : মার্বেল, স্লেট, নিস, গ্রাফাইট ইত্যাদি ।