প্রত্যেকটি মাজিকের মধ্যেই সুন্দর বিজ্ঞান লুকায়িত আছে । মাজিকে মাজিকে বিজ্ঞান এর ধারাবাহিক লেখার প্রথম পর্ব -
![]() |
বেলুন ম্যাজিক |
কাজের ধারা :
- একটি মোমবাতি জ্বালান । এরপর একটি বেলুন ফুলিয়ে আগুণের শিখার উপর ধরুন ।
- ঠাস !!
- বেলুনটি ফেটে গেল ।
- আমি একটি কৌশল শিখিয়ে দেই যাতে বেলুনটি ফাটবে না ।
- প্রথমে বেলুনটিতে সামান্য পানি ভর্তি করে নিন ।
- তারপর বেলুনটি ফুলিয়ে পানি বরাবর আগুনে তাপ দিন ।
- এখন দেখুনতো বেলুনটি ফাটে কিনা !
- প্রথমবার বেলুনটি ফেটে যাওয়ার কারণ তাপে বেলুনের রাবার দুর্বল হয়ে গিয়েছিল ফলে বেলুনের ভিতরের বাতাসের চাপে ফেটে যায় ।
- পরের বার পানি তাপ শোষণ করে নেয় তাই তাপে রবারের কিছুই হয় নাই । বেলুনটি তাই ফাটেনি ।