রবিবার, ২৯ মে, ২০১১

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি (ছোটদের জন্য ) - ১ম পর্ব

Tense

লেখাপড়া খেলাধূলা
আরো যত কাজ,
সময়টাকে Tense বলে
জেনো যুবরাজ ।

ইংলিশ গ্রামারে
টেন্স(Tense) তিন রকম হয়,
প্রেজেন্ট, ফিউচার আর
পাস্ট তারে কয় ।

১। Present Indefinite Tense 

আমি পড়ি, তুমি যাও
এসো মধুমিতা,
রবি কাকা, খায় ধোকা
গান গায় তোতা ।
যত সব কাজ আর
অভ্যাস বোঝালে , 
Present Indefinite  তাহাকেই বলে ।
রূপান্তরে তুমি, আমি
বেশী লোক বাদে,
ক্রিয়ার শেষে s বা
es দিতে হবে ।

০২। Past Indefinite Tense

তুমি যখন এসেছিলে
কোথায় ছিলাম আমি, 
Past Indefinite Tense  হয় -
এমন থাকলে জানি।
রূপান্তরে ক্রিয়াটির 
Past  ফরম হয়
ক্রিয়া শেষে যদি দেখি
ছিলাম, ছিল রয় ।

০৩। Future Indefinite Tense

শিখব আমি পড়ব আমি
পাশ করবে রিনি ।
Future Indefinite
বলে এদের জানি ।
আমি আর আমরা থাকলে
Shall  বসাতে হয়,
অন্য সব জায়গাতে 
Will  নিশ্চয় ।
সংগৃহীত