বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি (ছোটদের জন্য ) - ৩য় পর্ব

Present Perfect Tense

কাজ হয়ে গেছে
কিন্তু ফল বর্তমান,

Present Perfect Tense
তারই নাম ।
আমি থাকলে Have বসে
তুমিতেও তাই,
একের বেশি বাদ দিয়ে
Has  বসিয়ে যাই ।
Verb  যা থাকে তার, 
Past Participle  হয়,
যদি দেখি ক্রিয়ার শেষে
আছি আছ রয় ।

Past Perfect Tense

অতীত কালে দুটো কাজ
একসাথে ঘটে,
Past Perfect Tense
সেটা জানবেই বটে ।
যে কাজটা আগে হয়
Had  তার সাথে,
মূল ক্রিয়া Participle
দিবে তার সাথে ।
পরে যেটা ঘটে
তার Past Form  হয় ।
এ কথাটা জানলে
তুমি জিতবে নিশ্চয় ।

Future Perfect Tense

ভবিষ্যতে দুটো কাজ
এক সাথে হয়
Future Perfect Tense
তাহারেই কয় ।
Shall Have, Will Have
লিখতে হবে যেমন
মূল ভার্ব এর Past Participle
করতে হবে তেমন ।

সংগৃহীত