শুক্রবার, ৩ জুন, ২০১১

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি (ছোটদের জন্য ) - শেষ পর্ব

Present Perfect Continuous Tense

সকাল থেকে পড়ছি বসে-
পড়ছি একমনে
Present Perfect Continuous Tense
বলবো এটা জেনে ।
Have been, Has been
বসাতেই হবে ।
ক্রিয়ার শেষে ing
যোগ করে দেবে ।


Past Perfect Continuous Tense

অতীতের কোন কাজ
সময় নিয়ে ঘটে,
Past Perfect Continuous Tense
জানবে তারে বটে ।
ক্রিয়ার সাথে ing
যোগ করতে হয়,
তার আগে Had been
বসাবে নিশ্চয় ।


Future Perfect Continuous Tense

ভবিষ্যতে কোন কাজ
চলবে সময় ধরে,
Future Perfect Continuous Tense
বলবে তুমি তারে ।
Shall have been আর
Will have been
ক্রিয়া শেষে ing
বসবে নিশিদিন ।


সংগৃহীত