রবিবার, ২ অক্টোবর, ২০১১

রসায়ন বিষয়ে কিছু সহজ টিপস (সহজে মনে রাখার জন্য)

যার বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করেন তাদের কাছে রসায়ন বিষয়টা খুবই রসহীন মনে হয় । তাই আপনাদের জন্য কিছু টিপস (মাধ্যমিক শ্রেণীর জন্য)। চলুন দেখি -



রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস :

১। অ = অম্ল, নী = নীল, লা = লাল
অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষা)



২। ই = ইলেকট্রন, ট = টমসন (থমসন)
প = প্রোটন, রে = রাদারফোর্ড
নী = নিউট্রন, চে = চ্যাডউইক
# ইট পরে নীচে


৩। হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন, আর = আর্গন,
কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন, রংপুরে = রেডন
# হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিস্ক্রিয় গ্যাস)


৪। আসেন = As, বিয়াই = Bi, সবাই = Sb,
গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব = B, সি = Si
# আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/টেবিলে বসি (অপধাতু)


৫। ফ্রান্সে = Fr, বেড়াতে = Br, গেলাম = Ge,
হাজীর = Hg, সাথে = Sb
# ফ্রান্সে বেড়াতে গেলাম হাজীর সাথে (তরল ধাতু)


চলবে .....